ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হরতালে কোনো প্রভাব পড়েনি বরিশালে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ২৫ আগস্ট ২০২২

জ্বালানি তেল, সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি। 

বৃহস্পতিবার সকাল ৬টায় অর্ধদিবস হরতাল শুরু হলেও নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

তবে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের একটি মিছিল হয়েছে। সকালে নগরীর সদর রোড থেকে বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হরতালে অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, ইজিবাইক, মাহেন্দ্রাসহ সব ধরনের যানবাহন। দূরপাল্লার যানবাহন চলাচলেও হরতালের কোনো প্রভাব নেই। 

এদিকে, হরতাল চলাকালে বরিশালে সতর্ক ছিল পুলিশ। মোড়ে মোড়ে তাদের তৎপরতা দেখা গেছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও ছিল নগরজুড়ে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি