ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাওনা টাকার দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২৫ আগস্ট ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

নাটোর শহরের মল্লিকহাটি পশ্চিমপাড়ায় পাওনা টাকার দ্বন্দ্বের জেরে আলিফ হোসেনের ধারালো হাসুয়ার কোপে বন্ধু শাওন আহমেদের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে এই খুনের ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে আলিফ হোসেন পলাতক রয়েছে। 

খবর পেয়ে পুলিশ সুপার সাইফুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শাওন আহমেদ মল্লিকহাটি পশ্চিমপাড়া মহল্লার দেলু ইসলামের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও স্থানীয়রা জানান, শাওন আহমেদ ও আলিফ হোসেন দুজন ঘনিষ্ট বন্ধু। সকালে দুজন একসঙ্গে বাজার থেকে এলাকায় ফিরে আসেন। পরে তারা নিজেদের এলাকার একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দেকানে পড়ে থাকা ঘাস কাটা হাসুয়া দিয়ে শাওনকে কোপ দেয় আলিফ। 

স্থানীয়রা শাওনকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শাওনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ওসি নাছিম আহমেদ আরও জানান, আসামি হোসেনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি