ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্কুলছাত্র মিদুল হত্যায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:২৬, ২৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে স্কুলছাত্র না‌হিদ হাসান মিদুল (১৭) হত‌্যা মামলায় ১ জ‌নের ফাঁসি এবং ৪ জ‌নের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত। এই মামলায় ২ জন‌কে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার দুপুর সোয়া ১টার দি‌কে জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

রায়ে মামলার দুই নম্বর আসামি রু‌বেলকে ফাঁসি এবং মামলার অপর আসামি রা‌ফিজুল মণ্ডল, পিয়ারুল, পিয়াল ও রায়হানকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া এলেম ও ফ‌রিদ নামের দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

জানা ‌গে‌ছে, ২০১৪ সা‌লের ১৯ জুন রাজবাড়ীর ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের ছাত্র না‌হিদ হাসান মিদু‌লকে ছ‌রিকাঘাত ক‌রে হত‌্যা করা হয়। প‌ড়ে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছা‌ত্রের বাবা আব্দুল ম‌মিন মোল্লা বাদী হ‌য়ে ৭ জন‌কে আসামি ক‌রে এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। দীর্ঘ সাক্ষ‌্য প্রমাণ শে‌ষে বিজ্ঞ আদাল‌তের বিচারক আজ‌ এই রায় দেন। 

রায়ে রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বী অ্যাডভোকেট উজির আলী স‌ন্তোষ প্রকাশ ক‌র‌লেও অসন্তোশ প্রকাশ ক‌রেছেন আসামি প‌ক্ষের আইনজী‌বী অ্যাডভোকেট নেকবর হো‌সেন মনি। 

তিনি উচ্চ আদাল‌তে আপিল কর‌বেন বলে জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি