ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শরণখোলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ২৬ আগস্ট ২০২২

বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশীর পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) জুমআর নামাজের সময় শরণখোলা উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরের পানিতে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধ্য নলবুনিয়া গ্রামের ভ্যান চালক রহিম হাওলাদারের দুই মেয়ে রুবি আক্তার (০৭) এবং রাফিয়া আক্তার (০৪)।

নিহতের বাবা রহিম হাওলাদার বলেন, জুমআর নামাজ শেষে বাড়ি ফিরে দুই মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরপর প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুই মেয়েকেই ভাসমান অবস্থায় পাই। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নিয়াজ মাহমুদ ফয়সাল বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি