ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

৯ দিনেও ব্যাগভর্তি টাকার মালিকের সন্ধান মেলেনি   

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫, ২৭ আগস্ট ২০২২

টাকার মালিকের সন্ধানে ঠাকুরগাঁও জেলায় মাইকিং করা হচ্ছে

টাকার মালিকের সন্ধানে ঠাকুরগাঁও জেলায় মাইকিং করা হচ্ছে

ঠাকুরগাঁওয়ে রাস্তায় কুঁড়িয়ে পাওয়া ব্যাগভর্তি পাঁচ লাখ টাকার মালিকের সন্ধান মেলেনি। জেলায় মাইকিং করে নয়দিনেও টাকার প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত প্রায় ২০ ব্যক্তি টাকার মালিক দাবি করে হাজির হলেও উপযুক্ত প্রমাণ দিতে না পারায় ব্যর্থ হয়ে ফিরে গেছেন তারা। 

এমতাবস্থায় সেই টাকা নিয়ে ব্যবসায়ী শাকিব হোসেন সৌরভ চিন্তার মধ্যে পড়েছেন। মালিকের সন্ধান না পেলে দরিদ্রদের মাঝে সম্পূর্ণ টাকা বিলিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সৌরভ জানান, মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করার পরেও টাকার প্রকৃত মালিককে এখনও পাওয়া পায়নি। তাই ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ আত্মীয়-স্বজনদের পরামর্শে এই টাকার প্রকৃত মালিকের জন্য আরও এক মাস অপেক্ষা করা হবে। এরপরও টাকার মালিকের সন্ধান না পেলে দরিদ্রদের মাঝে সম্পূর্ণ টাকা বিলিয়ে দেওয়া হবে।

এদিকে, টাকার প্রকৃত মালিককে খুঁজে না পেলে সে টাকা দরিদ্রদের মাঝে বিতরণ করার সিদ্ধান্তটি যথার্থ বলে মনে করেন স্থানীয়রা।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, যিনি এত টাকা কুঁড়িয়ে পেয়ে মাইকিং করে টাকার মালিককে খুঁজে বের করার উদারতার পরিচয় দিয়েছেন। এরপরও মালিকের সন্ধান না পেলে সেই টাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার তারই রয়েছে। তিনি যে সিদ্ধান্ত নিবেন আমরা তা স্বাগত জানাবো।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পাশে নগদ প্রায় পাঁচ লাখ টাকাসহ একটি ব্যাগ পান ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শাকিব হোসেন সৌরভ নামের এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিককে অনেক খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে তিনি সারা জেলায় মাইকিং করেন। তার উদ্যোগটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয় এবং তুমুল আলোচনা চলে। 

অসংখ্য মানুষ সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দেন। কমেন্টে অনেকেই উদ্যোগটির প্রশংসা করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি