ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

উখিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজির ৪ আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ২৭ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৩৬, ২৭ আগস্ট ২০২২

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা ৪ জন আরোহী নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৪০)। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এছাড়া আহত রামু গর্জনিয়া সিকদারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)।

শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি সিনজিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহতদের উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে রয়েছে। বিশেষ করে উক্ত ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত করা গেছে।  নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।"

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি