পরোটা কিনতে বের হয়ে যুবক নিহত
প্রকাশিত : ১৩:০২, ২৭ আগস্ট ২০২২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। সকালে পরোটা কিনতে হোটেলে যাচ্ছিলেন তিনি। সড়কে তার রক্তাক্ত লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য হিমেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। তিনি স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করেন। আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক মঞ্জুরুল মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল ৭টার দিকে পরোটা কিনতে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন কাইয়ুম। পথে ইকবারদি বাসস্ট্যান্ডে সড়কের পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক মঞ্জুরুল মোরশেদ বলেন, “নিহত কাইয়ুমের সাথে কারো পূর্ব বিরোধ ছিলো কিনা অথবা ছিনতাইকারী তাকে হত্যা করেছে কিনা তা তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য হিমেল নামে এক যুবকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এএইচ
আরও পড়ুন