ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফসলের ক্ষেতে মিললো এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬, ২৮ আগস্ট ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়া থেকে জাহিদুল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাফকো গ্রামের একটি ফসলি জমিতে পড়েছিল জাহিদুলের মরদেহ।

রোববার (২৮ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী জাহিদুল সদর উপজেলার দরাবপুর গ্রামে তার নানাবাড়িতে থাকতো। শনিবার দুপুরে সে এক সহপাঠি ছাত্রীকে রক্তদানের জন্য কাকফো গ্রামের আসার কথা বলে নানাবাড়ি থেকে বের হয়। কিন্ত সে নানাবাড়ি বা বাবার বাড়িতে আর ফেরেনি। আজ রোববার সকালে বাবার বাড়ির অদূরে একটি ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার পর তার মৃতদেহ শনাক্ত করে স্থানীয়রা। 

জাহিদুল বাগাতিপাড়া উপজেলার কাফকো গ্রামের দিনমজুর কৃষক রাসেদুল ইসলামের ছেলে। সে সদর উপজেলার সাধুপাড়া হাইস্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী।

এদিকে, স্কুলছাত্রের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বোন রাশেদা জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে, ভাইয়ের হত্যাকারিদের ফাঁসির দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি পুলিশ, সিআইডি ও পিবিআই তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি