ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাজে ফিরেছেন চা শ্রমিকরা, বাগানে উৎসবমুখর পরিবেশ

মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট প্রতিনিধির খবর

প্রকাশিত : ১২:২০, ২৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:০৮, ২৮ আগস্ট ২০২২

১৭০ টাকা মজুরি মেনে নিয়ে কাজে ফিরেছেন চা শ্রমিকরা। ছুটির দিনে উপস্থিতি কম থাকলেও আগামীকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে।

টানা আন্দোলনের পর আজ রোববার কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকরা। যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তারা আংশিক কাজ শুরু করেছেন।

সোমবার থেকে পুরোদমে কাজে নামবেন তারা।

এদিকে, প্রধানমন্ত্রী মজুরি ১৭০ টাকা নির্ধারণ করায় আনন্দ মিছিল করেছেন অনেকেই। অধিকাংশ বাগানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। টানা ১৯ দিন পর তারা কর্মক্ষেত্রে ফিরে কাজ করতে পারায় প্রত্যেকের চোখে-মুখে আনন্দের অনুভূতি দেখা যায়।

সাপ্তাহিক বন্ধ থাকলেও মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে উৎসবমূখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। এছাড়া বিকেল তিনটায় শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কে›ন্দ্রীয় কার্যালয়ে প্রেসব্রিফিং করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা।

কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরাও। আজ আংশিক কাজ শুরু করলেও সোমবার থেকে পুরোদমে কাজ করবেন। দারাগাঁও পঞ্চায়েত সভাপতি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। শ্রমিকরা এতে খুশি।

সিলেটের ২৩টি চা বাগানের মধ্যে লাক্কাতুরা, হাবিবনগর, খান চা বাগানসহ কয়েকটি চা বাগানে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। সাপ্তাহিক ছুটি থাকায় ১৪টি চা বাগানে কাজ বন্ধ রয়েছে। জড়ো হচ্ছেন শ্রমিকরা, আনন্দ মিছিল করে কাজে যোগ দেবেন তারা। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে ছিলাম। তিনি মজুরি ঘোষণা করেছেন, শ্রমিকরা মেনে নিয়েছে। তাই আমরা কাজে নেমেছি। তাঁর প্রতি আমরা চির কৃতজ্ঞ।”

ফিনলে চা কোম্পানির জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী বলেন, “আমাদের চা বাগানের শ্রমিকরা সবাই কাজে নেমেছেন। সবাই কাজ করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চা-শ্রমিকরা নতুন মজুরি ১৭০ টাকা পাবেন। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা চালু থাকবে।”

চা শ্রমিক নেতা পরেশ কালিন্দি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর রোববার থেকে কাজ শুরু করার জন্য তারা প্রত্যেক ভ্যালির বাগান পঞ্চায়েত কমিটির কাছে খবর পাঠিয়েছি। রোববার লেবার হাউজে বৈঠক করে আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।

উল্লেখ্য, মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘন্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। অবশেষে শনিবার প্রধানমন্ত্রীর সাথে বাগান মালিকদের বৈঠকে ১৭০ টাকা মজুরি নির্ধারণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি