ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে শ্যামলী পরিবহন বাসের চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ২৮ আগস্ট ২০২২

বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের চালক ও শিশুসহ তিনজন। 

রোববার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রহমতপুর ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামের ফজলুল হক হাওলাদার (৬০) ও সুমি আক্তার (৩৫)। 

আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার পরপরই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। আধাঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। 

প্রত্যক্ষদর্শিরা জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা-ঢাকা রুটের। কুয়াকাটা থেকে বাসটি বরিশালে পৌঁছানোর পর দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে বাবুগঞ্জের রহমতপুর বিজের ঢালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয় বাসটি। 

এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফা‌তিমা ব‌লেন, দুর্ঘটনায় দুজন নিহত হ‌য়ে‌ছেন। মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও দ্রুতই তা স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি