ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৫:৪৮, ২৯ আগস্ট ২০২২

নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি এবং দলটির অংগসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সবার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া (৪৩), বেগমগঞ্জের আবদুর রশিদ (৪৪), আবদুর রহমান (৩২), নূর নবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭), তোফায়েল (৬৬), চৌমুহনী পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন (৫৭), প্রচার সম্পাদক সুবল (৩৫), সুবর্ণচর শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), সোনাইমুড়ীর সালমান মুহাম্মদ আহসান ভূইয়া (৪৬), আবদুল মোতালেব (৪৫) ও মাছিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একাধিক দল। অভিযানকালে পৃথকস্থান থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক নেতার বিরুদ্ধে আগের মামলাও রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সাম্পতি জেলার মাইজদী, চাটখিল ও সোনাইমুড়ীতে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদ কর্মসূচীকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি। 

এসব ঘটনায় সদর থানায় ৩টি, সোনাইমুড়ী থানায় ১টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে বিএনপির প্রায় ১৫শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

আরএমএ/ এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি