ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সেনবাগে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ২৯ আগস্ট ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ট্রাক চাপায় মহিউদ্দিন সুজন (৩৩) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয় লোকজন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের মতইন গ্রামের মগবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন সুজন উপজেলার কেশারপাড় ইউনিয়নের মধ্যম পাড়া দলিল মাস্টার বাড়ির দলিলুর রহমানের ছেলে। তিনি কেশরাপাড় সিদরুল মুনতাহা মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মতইন গ্রামের মগ বাড়ির সমানের সড়কটি পায়ে হেঁটে পার হচ্ছিলেন মহিউদ্দিন সুজন। এসময় কানকিরহাট থেকে সেনবাগ বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন সুজন। পরে স্থানীয় লোকজন আহত সুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি