ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৪, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি জমে থাকা একটি গর্ত থেকে ইলমা (৩) ও সামিয়া (সাড়ে ৩ বছর) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় উপজেলার বনগজ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

ইলমা ওই গ্রামের মোঃ জুয়েল মিয়া ও সামিয়া একই গ্রামের নুরুল ইসলামের মেয়ে। 

ধরখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলিম জানান, বিকাল থেকে ওই দুই শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবার। সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি বড় গর্তের পানিতে তাদের ভেসে থাকতে দেখা যায়। কীভাবে তারা ডুবেছে সে বিষয়টি কেউ বলতে পারছেন না। 

পরে শিশু দুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি