ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রেমের সম্পর্কে আকাশ হত্যা, নারীসহ ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ৩১ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৫৮, ৩১ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র আকাশ হত্যা মামলায় নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। 

বুধবার সকালে জেলা ও দায়রা আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্তাপ্তরা হলেন হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর ও তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী। 

মামলার বিবরণে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পাওনা টাকার দ্বন্দ্বের জেরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২১ সালের চার এপ্রিল হবিগঞ্জের তেগরিয়া গ্রামের ১৭ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্র আয়বুর রহমান খোকনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় আনা হয়। সেখানে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরাও আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

চার আসামির মধ্যে জান্নাতী ও সিদ্দিক নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নিদের্শ দেয়া হয়েছে। 

মামলার অপর দুই আসামি সাবিনা ও সুমন অপাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। 

তবে রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। নিহত আকাশের বাবা জানান, তিনি আদালতে আসামিদের ফাঁসি দাবি করেছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি