ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় মস্তকবিহীন লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ৩১ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:৩২, ৩১ আগস্ট ২০২২

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় রাস্তার ধারের জলাশয় থেকে একটি গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স ম কাইউম জানান, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। 

ঘটনা জানার পর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। লাশের পরিচয় এখনও অজ্ঞাত। 

তিনি আরও জানান, বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি