ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

প্রকল্পের ঘর নির্মাণের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৭, ৩১ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:৪৭, ৩১ আগস্ট ২০২২

ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের জন্য ঘর নির্মাণের গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বুধবার (৩১ আগস্ট) সকালে গর্তে ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, ধামরাইর সদর ইউনিয়নের শরীফবাগ মহল্লায় আশ্রয়ণ প্রকল্পের জন্য ঘর নির্মাণের জন্য ড্রেজার দিয়ে বালি ফেলার কারণে সৃষ্ট গর্তে মঙ্গলবার বিকালে সাত ও আট বছরের শিশু রিয়াজুল ও রাজু পড়ে যান। পরে আজ বুধবার সকালে সেখানে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করে। 

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি আতিকুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। 

অপরদিকে, সাভারের কাউন্দিয়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি