ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ৩১ আগস্ট ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলেয়া আক্তার (৪) ও জান্নাত আক্তার (৪)। 

বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে ও জান্নাত রাজীব মিয়ার মেয়ে। 

স্থানীয়রা জানায়, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামে। এক পর্যায়ে তারা দুজনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি