ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মোংলা ইপিজেডে বজ্রপাত, ৫ গার্মেন্টস শ্রমিক আহত

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৫, ১ সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

মোংলা ইপিজেডে বজ্রপাতে ৫ জন আহত হয়েছেন। আহতরা সবাই গার্মেন্টস শ্রমিক। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে মোংলা ইপিজেডে এ ঘটনা ঘটে। 

মোংলা ইপিজেড অভ্যন্তরের পোশাক প্রস্তুতকারক জিনলাইট বাংলাদেশ লিঃ-এর অ্যাডমিন স্টেশন অফিসার হৃদয় মাহমুদ জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গার্মেন্টস শ্রমিকদের খাওয়ার ছুটি চলছিল। তখন খাওয়া-দাওয়া শেষ করে হাঁটাহাটি করছিলেন শ্রমিকেরা। এরইমধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ান। তখন সেখানে হঠাৎ বজ্রপাতের শিকার হন ৫ শ্রমিক। 

আহতরা হলেন বাবু, রাব্বি, ওবায়দুল, মিল্টন ও আল-আমিন। 

সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইপিজেড হাসপাতালে চিকিৎসার পর তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হয়, তারা সবাই এখন ভাল আছেন। সকলের সাথে কথাও হয়েছে বলে জানিয়েছেন গার্মেন্টসটির অ্যাডমিন স্টেশন অফিসার হৃদয় মাহমুদ। 

বজ্রপাতে আহতদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি