ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাগেরেহাটে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:৪২, ১ সেপ্টেম্বর ২০২২

বাগেরহাটে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মাঝে ওএমএস কর্মসূচির আওতায়  ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় স্বল্প মুল্যে চাল বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সময় ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে খুশি দরিদ্র ভোক্তারা।

এ প্রসঙ্গে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্র নাগরিকরা উপকৃত হবেন।”

বাগেরহাট জেলায় টিসিবির কার্ডধারী ৮১ হাজার পরিবার মাসে দুইবার ৫কেজি করে চাল কিনতে পারবেন। তবে সাধারণ ভোক্তারা ৫ কেজি করে চাল প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ৩৪ পয়েন্টে ৩০ টাকা কেজি দরে দৈনিক ৫০ টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

আর এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম তাহসিনুল হক, চাল ব্যবসায়ী সরদার আবু সাইদসহ খাদ্যকর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি