ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কালীগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এই দম্পতি। সকালে বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালীগঞ্জের উত্তরগাঁও গ্রাম থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

তিনি জানান, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন তাদের ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে  পাঠিয়েছে।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তারা দুজন আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি