ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

রাজশাহীর পদ্মায় মিললো যুবকের লাশ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১ সেপ্টেম্বর ২০২২

রাজশাহী নগরীর হাইটেক পার্ক এলাকার পদ্মা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় নৌ-পুলিশ। 

তবে এখনও লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

এ প্রসঙ্গে রাজশাহী মহানগর নৌপুলিশের ওসি ওবাইদুল হক বলেন, “সকালে হাইটেক পার্ক এলাকায় একটি লাশ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ৫-৭ দিন আগে মারা যাওয়া মরদেহ।”

তিনি আরও জানান, লাশের পরণে ছিলো কালো প্যান্ট ও বেল্ট। 

লাশ উদ্ধারের পর রাজশাহী সিআইডি টিম আলমত সংগ্রহ করে নিয়ে গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান ওসি ওবাইদুল।

এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি