ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৬, ১ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বেলা এগারটা থেকে ঘন্টাব্যাপি শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

এদিকে ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মিকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মিরা শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয় ও ভাসানি মিলনায়তন প্রাঙ্গনে সমবেত হয়। আলোচনা সভার শেষ সময়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপি কর্মিরা বিশৃঙ্খলা শুরু করে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। 

এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের সাতজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে সমাবেশ চলাকালে রাস্তায় তল্লাসি চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা বিএনপি কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি