ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় বিদেশি মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসায় বাংলাদেশে আসে। বেনাপোল চেকপোস্টের ডিউটি ফ্রি দোকান
থেকে মদগুলো কিনে যশোরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

গ্রেফতারকৃতরা হলো, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস (২৮), উত্তম দাসের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।

পুলিশ জানায়, শার্শা থানার এস আই সুমন সরকার যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি কালীন সময়ে একটি ইজিবাইক হতে সন্দেহভাজন তিনজন যাত্রীর ব্যাগ তল্লাশি করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি