ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৭:৪৭, ২ সেপ্টেম্বর ২০২২

টাঙ্গাইলে মহাসড়কে বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম (৬৫)। শুক্রবার সকাল সোয়া ১১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুই নারী যাত্রী আহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার এসআই ফাহিম মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। অপর দিকে গোপালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত ইজিবাইক টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটি রাবনা ওভারপাসের নিচে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হয়। 

সিএনজি চালকসহ দুই নারী আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেসে সাইফুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি