ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৯:৩৫, ২ সেপ্টেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ের হরিপুরের বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে ধানক্ষেত নিড়ানী দেওয়ার সময় বজ্রপাতে একসঙ্গে কর্মরত আট কৃষি শ্রমিকের মধ্যে পিয়ার মোহাম্মদ (২৮) নামে এক কৃষি শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে। মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সোলাইমান আলীর ছেলে। 

এতে আহত চারজনের মধ্যে মহসিন আলী (৩০) নামে একজন গুরুত্বর আহত অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে রয়েছেন। 

বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে একজন নিহত ও চারজন আহত হওয়ার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি