ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১৩, ২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:১৭, ২ সেপ্টেম্বর ২০২২

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার শোলমালী গ্রামের পাঠান পাড়ার মাঠে ঘাস কাটার সময় দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শোলমারী গ্রামের দোয়াত আলীর ছেলে দিনমুজুর ছোট খোকন (৩৫) ও একই গ্রামের সামেদ আলীর ছেলে শাহ আলম।

স্থানীয় ইউপি সদস্য মো. গোলাম মর্তুজা মতু বলেন, গুড়ি-গুড়ি বৃষ্টির মধ্যে ছোট খোকন ও শাহ আলম তাদের বাড়ির পাশে মাঠে গরু ছাগলের জন্য ঘাস কাটছিলেন। এমন সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। নিহতরা দুইজনই দিনমুজুর তাদের উপার্জিত অর্থে সংসার পরিজন চলতো। তাদের মৃত্যুতে দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি