ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

১৭ দফা দাবিতে মোংলায় লাইটারেজ শ্রমিকদের মানববন্ধন

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৮, ৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:২৯, ৩ সেপ্টেম্বর ২০২২

নুন্যতম বেতন ২০ হাজার টাকা, ভারতে ল্যান্ডিং পাস নিশ্চিত, নৌপথে নাব্যতা বৃদ্ধি ও চুরি, ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক শাখা। 

১৭ দফা দাবি আদায়ের মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মোংলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল হোসেন মিন্টু, সচিব বাবু হালদার, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল মাষ্টার, যশোর নওয়াপাড়া শাখার আহবায়ক জাকির হোসেন মাষ্টার, সহ-সভাপতি আলআমিন মাষ্টার। 

এ সময় বক্তারা বলেন, বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবি চলতি মাসের মধ্যে মালিকপক্ষসহ সংশ্লিষ্টরা মেনে না নিলে যে কোন মুহূর্তে সারাদেশে লাইটারেজ (নৌযান) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু করা হবে বলেও হুশিয়ারি দেন তারা। 

এ মানববন্ধন ও সমাবেশের দেশের বিভিন্ন এলাকার লাইটারেজ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

এর আগে গেল মাসেও একই দাবিতে মোংলায় সমাবেশ করে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি