ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রোখসানা খাতুন (৭) চর কামারখন্দ এলাকার ভ্যানচালক রফিকুল ইসলাম তুফানের মেয়ে। সে চর কামারখন্দ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।  
 
কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল্লাহ ও প্রতাক্ষ্যদর্শীরা জানান, অটোভ্যানটি চলার পথে শিশুটি দৌড় দিলে ভ্যানের চাকা তার উপর দিয়ে চলে যায়। এরপর গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি