ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামী-শাশুড়ির নির্যাতনে চোখ হারাতে বসেছেন এক নারী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় স্বামী ও শাশুড়ির নির্যাতনে জয়নুর বেগম (২৫) নামের এক নারী তার চোখ হারাতে বসেছেন। আহত ওই নারী কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের নুর বকস মোল্লার মেয়ে। প্রায় ১২ বছর পূর্বে জয়নুর বেগমের বিয়ে হয় উপজেলার রঘুনাথপুর গ্রামের আঃ মজিদের ছেলে আলমগীর হোসেনের সাথে। 

বিয়ের পরে তাদের কোল জুড়ে আসে দুই ছেলে সন্তান। এরপর থেকে বিনা কারণে স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীকে ধরে মারপিট করে আসছেন। 

শনিবার (৩ সেপ্টম্বর) বেলা ২টার দিকে জয়নুর বেগম তার ননদের ছেলে বিপ্লবের সাথে কথা বলছিলেন। এমন সময়ে স্বামী আলমগীর হোসেন তেড়ে এসে স্ত্রীকে ধরে নিয়ে কোন কারণ ছাড়াই বেধড়ক মারপিট করেন। শাশুড়ি রোকেয়া খাতুনও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ঘুষি মেয়ে চোখ ফাটিয়ে দেয় তারা। 

বর্তমানে ছোট দুটি শিশু সন্তান নিয়ে ওই নারী কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ন্যায় বিচার দাবি করে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি