ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৪২ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন রিজভির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৫, ৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৪:১৮, ৪ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তাসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করেছেন বিএনপির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে উপস্থিত হয় আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন তিনি।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার আবেদনে হত্যা, জখম, গুরুতর জখম ও পূর্ব পরিকল্পিতভাবে হামলার অভিযোগ আনা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করেছে, তবে আদেশ দেয়নি। বিচারক পরে মামলার আবেদনের বিষয়ে আদেশ দিবেন।

মামলার বিষয়ে আইনজীবী মাসুদ তালুকদার বলেন, “পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল৷ সমগ্র বাংলাদেশে বিএনপি শান্তিপূর্ণ মিছিল করেছে৷ কিন্তু নারায়ণগঞ্জসহ বাংলাদেশের কতিপয় স্থানে পুলিশ বিনা কারণে উস্কানি দিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সরাসরি গুলি চালায়৷ এতে বহু নেতা-কর্মী আহত হয়েছে এবং যুবদলের কর্মী শাওন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ মিডিয়া, পত্রিকা এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জেনে আদালতে এ মামলা দায়ের করলাম৷”

আইনজীবী আরও বলেন, “পুলিশে এসআই কনক যার গুলিতে শাওন নিহত হয়েছে, তাকে এক নম্বর আসামি করা হয়েছে৷ এছাড়া জেলা পুলিশ সুপার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসিসহ মোট ৪২ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে৷”

মামলার আবদেন শেষে রুহুর কবির সাংবাদিকদের বলেন, “এটি অন্যায় হয়েছে, চরম অন্যায়৷ কাটছাট করার পরও সংবিধানে এখনও যতটুকু অধিকার আছে তাতে গণতান্ত্রিক অধিকার হিসেবে সমাবেশ করা ও ব়্যালি করার অধিকার আছে৷ সেই অধিকারটুকুই সরকার হরণ করেছে৷ এতে একদলীয় সরকারের যে নমুনা তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে৷”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি