ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাইচমিলের বয়লারের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৬, ৪ সেপ্টেম্বর ২০২২

টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইচমিলের বয়লারের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গোপালপুরের ডুবাইলে একতা রাইচ মিলে রাতে কিছু শ্রমিক ধান সিদ্ধ করতে ছিল। 

এ সময় হঠাৎ দো’তালার বয়লারের ছাদ ধসে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। পরে এলাকাবাসি উদ্ধার কাজে নামে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। 

এ সময় ৩ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয় এবং ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনো ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত আছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি