ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সাবেক ইউপি সদস্য হত্যায় বর্তমান চেয়ারম্যান কারাগারে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ৫ সেপ্টেম্বর ২০২২

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধর (৫৬) হত্যা মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুন হাজীপুর কাঠ বাজার এলাকায় খুন হন সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ি সুজিত সূত্রধর। ঘটনার দুদিন পর হাজীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুসহ ১৬ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। 

মামলার পরপরই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ছোট ভাই মনিরুজ্জামান খান। 

৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হয় গত ১২ আগস্ট। মেয়াদ শেষে আজ সোমবার আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মো. মনিরুজ্জামান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি