ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২২

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহীর সংবাদকর্মীরা

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহীর সংবাদকর্মীরা

রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরপার্সনের উপর হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

সরকার নির্ধারিত নতুন সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কি না, সে বিষয়ে সংবাদ সংগ্রহ করছিলেন তারা। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদের নির্দেশে কর্মচারীরা হামলা চালায়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত ক্যামেরাপার্সন রুবেল ইসলামের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। 

ঘটনার প্রতিবাদে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহীর সংবাদকর্মীরা।

হামলার শিকার সাংবাদিক বুলবুল হাবিব জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হবার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটির খোঁজ-খবর নিতে সকালে তারা বিএমডিএ সকালে যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আব্দুর রশিদ অফিসে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে উত্তেজিত হয়ে উঠেন তিনি।

তিনি আরও বলেন, “এক পর্যায়ে দ্বিতীয় তলায় তার দপ্তরে উঠে যান। কিছুক্ষণ পরে ৮ থেকে ১০ জন লোক আমাদের ঘিরে ধরে এলোপাতাড়ি হামলা চালায় এবং ক্যামেরা ও নিউজের বুম ভেঙে ফেলে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি