ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাগরে মাছধরা ট্রলারে বজ্রপাত, জেলের মৃত্যু

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:২৪, ৫ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছধরার ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে সাইফুল বয়াতি (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার সকালে সোনারচর সংলগ্ন সাগরে মাছ শিকারের সময় এ ঘটনা। 

নিহত জেলে সাইফুল বয়াতীর বাড়ি রাঙ্গাবালীর উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সানু বয়াতীর ছেলে। 

জানা গেছে, সকালে সোনারচর সংলগ্ন সাগরে মাছ শিকার করতেছিল সাইফুল বয়াতী, মধু বয়াতী, নাসির ও শাহ কিরণ। এসময় ট্রলারের মধ্যে আকস্মিক বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয় সাইফুল। পরে ট্রলারযোগে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিকেলে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি