ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ভেসে উঠল কিশোরের মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে সুজন সিংহ (১৫) নামে এক কিশোরের মরদেহ।

স্থানীয়রা সোমবার সকাল ১১টায় নদীতে নিখোঁজ হওয়ার স্থানেই গাছের গুঁড়ির সঙ্গে পানিতে সেই কিশোরের মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন।

এর আগে গত শনিবার সকাল ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ি গ্রামের দ্বিজেন্দ্রনাথ সিংহর ছেলে সুজন সিংহ উপজেলার নাগর নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুইদিন দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলেও ওই কিশোরকে খুঁজে পায়নি।

এদিকে, মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা বলেন, মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি