রাঙামাটিতে টানা ৩২ ঘণ্টার হরতাল চলছে
প্রকাশিত : ১০:২৪, ৬ সেপ্টেম্বর ২০২২
রাঙামাটি শহর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকে ভোর ৬টা থেকে টানা ৩২ ঘণ্টার হরতাল চলছে।
মঙ্গলবার সকাল থেকে শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁঠালতলী, পৌরসভা, পুরানো বাসস্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় পিকেটিং করছেন হরতাল সমর্থনকারীরা।
আগামীকাল ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে অনুষ্ঠিতব্য পার্বত্য ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করাসহ সাত দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
হরতালের কারণে সকাল থেকে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন