পদ্মার রাজবাড়ী পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত ফসলী জমি
প্রকাশিত : ১২:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২২
এক সপ্তাহ ধরে বাড়ছে পদ্মার পানি। প্রতিদিন পানি বাড়তে থাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে। নতুন করে ফসলী জমি প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে রাজবাড়ীতে পদ্মাপার ও চরাঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছেন। এসব এলাকার জনবসতি, সবজি ও ফসলী ক্ষেত, রাস্তাঘাট, গবাদি পশুর চারণভূমি পানিতে তলিয়ে গেছে।
এতে মারাত্মক ক্ষতির আশঙ্কা তাদের। পানিতে তলিয়ে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। নিচু এলকার রাস্তাঘাট তলিয়ে নৌকায় চলাচল করতে হচ্ছে চরাঞ্চলে সাধারণ মানুষদের।
গত ২৪ ঘন্টায় পদ্মার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ১২ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদ সিমার ৮.৩৮ মি. নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী চার থেকে ৫ দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
এএইচ
আরও পড়ুন