ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:০১, ৬ সেপ্টেম্বর ২০২২

শেরপুরের নকলা উপজেলায় বীজতলা থেকে ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মনেজ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে নিজের বীজতলা থেকে আমন ধানের চারা তুলতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি