ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ নামে সাড়ে ৬ বছর বয়সের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মীরমদন গ্রামে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই গ্রামের মাহতাব হাওলাদারের ছেলে ও মীরমদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকা একটি মাল্টিপ্লাগের উপড় দাঁড়ালে পায়ের চিকন আঙ্গুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হন শিশু আবদুল্লাহ। পরে পরিবারের ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, শিশুটি মারা যাওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি