ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানের সামনে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:২১, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পারিবারিক কলহের জেরে রাজশাহীতে শিশু সন্তানের সামনে সোনিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ওই শিশু সন্তান ছাড়া বাড়ির সবাই পালিয়ে যায়।

বুধবার সকাল ৯টার দিকে রামচন্দ্রপুর পবা উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত গৃহবধূ সোনিয়া পবা উপজেলার কইরা গ্রামের হানিফের মেয়ে। তার স্বামীর নাসির, তিনি পবা উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকার মুঞ্জিলের ছেলে।

নিহতের প্রতিবেশী ও পিতার বরাদ দিয়ে পবা থানার ওসি ফরিদ হোসেন জানান, যৌতুকের জন্য তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় নাসির তাকে মারপিট করে এবং গলা চেপে শ্বাসরোধ করে। এতে তার মৃত্যু হয়। 

পরে তাকে ফ্যানে ঝুলানোর চেষ্টা করা হয়। তাদের চার বছরের মেয়ের সামনে এ ঘটনাগুলো ঘটে।

নিহত গৃহবধূর মেয়ে জানায়, “আম্মুকে গলা টিপে মেরেছে আব্বু। পরে আম্মুকে গলায় ওরনা পেচিয়ে ঘরের ফ্যানে ঝুলানোর চেষ্টা করে। যখন পারেনি তখন ফেলে পালিয়ে যায় আব্বু।”

পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি