ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাদ থেকে পড়ে মেডিকেল কলেজের কাশ্মীরি ছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের কাশ্মীরি এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত খুশবু মঞ্জুর (১৯) মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। সে শাহজাদপুরে স্ট্যাডি ট্যুরে গিয়ে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে পুলিশ।

এনায়েতপুর থানার ওসি মোঃ আনিছুর রহমান ও শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু সহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যায়। দুপুরে খাবার শেষে খুশবু ৪ তলা ভবনের ছাদে উঠে। 

এক পর্যায়ে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে এখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।

দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি