ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণেরবারসহ ২ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৪, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবারসহ হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আটক হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার খলশি গ্রামের রমজান আলীর ও আক্তারুল ইসলাম একই গ্রামের আবু বক্করের ছেলে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে বিজিবি।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের পুটখালি সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদ এলাকা থেকে আটক করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সুত্রে খবরে জানা যায়, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে বিজিবি সদস্যরা ইছাপুর খালপাড় জামে মসজিদ এর পার্শ্বে কাঁচা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের মোট ১০ পিস স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ হাবিবুর রহমান ও আক্তারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে তাদের পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেটের ভিতর কস্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য-৮৬ লাখ ২০ হাজার টাকা।

তারা উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার বাগআঁচড়া বাজার থেকে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু কার নিকট হতে সংগ্রহ করেছে তার নাম জানেনা। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা হতে এক মাস ৭দিনে ৯ জন আসামীসহ সর্বমোট ১৪ কেজি ৭৬ গ্রাম স্বর্ণ আটক করেছে। যার মূল্য ৯ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৩৫১ টাকা। গত আগস্ট মাসে ৪টি অভিযানে ও চলতি সেপ্টেম্বর মাসে একটি অভিযানে স্বর্ণগুলো আটক করে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপরতা রয়েছে বলে জানান বিজিবি‘র কমার্ন্ডিং অফিসার  লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান। 
কেআই//  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি