ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে ৩০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার সকালে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের নুর মোহম্মাদের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৭) ও ছোটআঁচড়া গ্রামের শফিক গাজীর ছেলে মনা (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়আঁচড়া এমপির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ জিয়াউর রহমান জিয়াকে ও ছোটআঁচড়া রেল স্টেশনের আসলামের হোটেলের সামনে থেকে ৩০১ পিস ইয়াবাসহ মনাকে গ্রেফতার করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুটি পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি