ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এক জেলের জালে ধরা পড়লো ৩৫ মণ ইলিশ

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২২

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ। কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামের জেলে শাখাওয়াত হোসেনের জালে এ মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি হয়।

বুধবার সকাল ১১টার দিকে এফবি মায়ের দোয়া নামের ইলিশ বোঝাই ট্রলারটি মৎস্য বন্দর আলীপুর ঘাটে আসে।

ভরা মওসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন পটুয়াখালীর জেলেরা। অনেকে মাছ ধরতেও নামছেন না। তবে হঠাৎ এক ট্রলারে একসঙ্গে ৩৫ মণ ইলিশ ধরা পড়ায় নতুন করে আশার আলো দেখছেন জেলেরা।

সাত দিন আগে ১৮ জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় ট্রলারটি। বুধবার ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এর মধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ রয়েছে ২৭ মণ। এ ছাড়াও বিভিন্ন প্রজাতির কিছু ছোট মাছ পেয়েছে।

মায়ের দোয়া ট্রলারের মাঝি এমাদুল মিয়া বলেন, “৩৫ মণ মাছ বড় বা মাঝারি সাইজের হলে অন্তত ২০ লাখ টাকা বিক্রি করতে পারতাম। মাছের সাইজ ছোট থাকায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। তারপরও বেশি মাছ ধরা পড়ায় ট্রলারের সবাই খুশি।”

আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “অধিকাংশ জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তার মধ্যে আবহাওয়া আবার বৈরী হওয়ার আশঙ্কায় সমুদ্র থেকে ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করেছে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি