ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ৮ সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৃজন মোল্লা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় এমরান মোল্লা নামে আরেক যুবক আহত হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সৃজন ওই গ্রামের বাহার মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, ধাতুরপহেলা গ্রামের একটি ওয়ার্কশপে ওই দুই যুবক কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এমরান। তাকে বাঁচাতে গিয়ে সৃজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সৃজনকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি