ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ৮ সেপ্টেম্বর ২০২২

ভোলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আবুল খায়ের (৩৬) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতখান উপজেলার দলিউদ্দিন খায়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নূরমিয়াহাট এলাকার মোঃ সামছুলের ছেলে এবং উপজেলার চরপাতা এলাকার বায়তুল ফালাহ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মাদ্রসা শিক্ষক প্রতিদিনের মত আজ সকালেও তার মোটরসাইকেলটি চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। পরে দলিউদ্দিন খায়ের হাট বাজার এলাকায় আসলে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি