ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় বাস ও পিকআপের সংঘর্ষে শিশুসহ আহত ২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩০, ৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২১:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২২

কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছ ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতলে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর-সাতক্ষীরা মহা সড়কের কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গাস্থ মীম ছাত্রাবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী (বাস সাতক্ষীরা জ- নং-০৪-০০২৩) যশোরের দিকে যাচ্ছিলো আর যশোরের দিক থেকে মাছ ভর্তি একটি পিকআপ (খুলনা মেট্রো-নং-১১-১৮০৭) সাতক্ষীরার দিকে আসছিলেন। কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে সামনে থেকে ধাক্কা দেয়। বাসটি স্থানীয় ঐশি গ্যাসের দোকানের ভিতরে ঢুকে পড়ে। এ সময় একটি যাত্রীবাহী মোটরসাইকেলেও ধাক্কা লাগে। 

আহতরা হলো- বুধহাটার তোতা পারভীন (৩৫), তামান্না (৮), বাগআচড়ার শংকরপুর গ্রামের নুর জাহান (৪৫), কলারোয়ার ইলিশপুরের পারভেজ (২১), নাকিলার আলমগীর হোসেন বকুল (৩৪), সাতক্ষীরার প্রধান শিক্ষক  পারুল (৪০), চারা বটতলার আল মামুন (৩০), পারিখুপি গ্রামের দিলীপ (৫০), দিগং গ্রামের মফিজুল ইসলাম (৪৫), চান্দুড়িয়ার আবু বকর সিদ্দিক (৪৫), কালিগঞ্জ থানার দুধলি গ্রামের নুর আহম্মেদ (৪৫), সাতক্ষীরা সদরের ধুলিয়ার গ্রামের পারভীনা খাতুন (৩৫), গোপিনাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে মোস্তফা (৪৫), খলিলুর রহমান (৪০), বিষ্ণু পদ (৩৫), ইলিয়াস হোসেন (২১), বকুল হোসেন (৩৩), মফিজুল ইসলাম (৫৫), হৃদয় হোসেন (২৫), আমজাদ হোসেন (৪৫), হাবিবুর রহমান(৩৯), সদিয়া খাতুন (৮)সহ ২৫ জনকে কলারোয়া ও সাতক্ষীরায় চিকিৎসা দেয়া হচ্ছে। 

এদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে বলে জানা গেছে। 

কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে সরকারি এ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে সু-চিকিৎসা দেয়া হয়। কলারোয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু মিয়া বলেন, তারা খবর পেয়ে ঘটনা স্থানে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপালে নিয়ে ভর্তি করেন। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসি


 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি