ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন ছেলেকে উচ্চশিক্ষিত করে এবার এসএসসি পরীক্ষা দেবেন পিতা (ভিডিও)

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৮, ১০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শেরপুরের আবুল কালাম আজাদ, নিজে লেখাপড়া না জানলেও তিন ছেলেকে করেছেন উচ্চশিক্ষিত। তবে জীবনের শেষ প্রান্তে এসে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিবেন জীবন সংগ্রামে হার না মানা আবুল কালাম। 

লেখাপড়ার প্রতি অনুরাগ আর ভালোবাসা থাকায় সত্তর ছুঁই ছুঁই আবুল কালাম আজাদ এখনও পড়ে থাকেন বইখাতা নিয়ে। মাধ্যমিকের গণ্ডি না পেরুলেও লেখেন গল্প-কবিতা। দুটি বইও প্রকাশিত হয়েছে তার। 

আবুল কালাম বলেন, “লেখালেখিটা আমি চালিয়ে গেছি। গান-কবিতা।”

তবে এবার এসএসসি পরীক্ষীর্থী হিসেবে শেরপুর জুড়ে আলোচনার কেন্দ্রে তিনি। 

এলাকাবাসীরা জানান, “ওনার পড়াশুনার আগ্রহ দেখে মনে হচ্ছে আমরাও পড়াশুনায় যোগ দেই। ছোটরাও পড়াশুনায় উৎসাহিত হচ্ছে।”

আর্থিক অনটন আর সংসারের ঝুট ঝামেলায় লেখাপড়া করতে পারেননি। তবে হাল ছাড়েননি তিনি। নিজেকে শিক্ষার আলোয় আলোকিত করতে ৬৭ বছর বয়সে বসবেন এসএসসি পরীক্ষায়।

এসএসসি পরীক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, “এই চিন্তা তো মাথায় সবসময়ই ছিল, প্রতিনিয়ত স্কুলে ক্লাস করে এসএসসি পরীক্ষা দেই।”

অনুপ্রেরণা দিচ্ছেন সন্তানসহ আত্মীয়-স্বজনরা।

ছোট ছেলে আরিফুল ইসলাম বলেন, “তিন ভাই মিলে উদ্যোগ নিয়েছি, তার পুরাতন যে স্বাদটা ছিল লেখাপড়ার সেটা পরিপূর্ণ করার।”

তাঁর এমন চেষ্টা সবার কাছে দৃষ্টান্ত, মন্তব্য এই কর্মকর্তার।

শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান বলেন, “আগামী প্রজন্মের জন্য একটা রোল মডেল হতে পারে। লেখাপড়ার প্রতি তার আগ্রহ-ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।”

জীবনের শেষদিন পর্যন্ত জ্ঞানার্জন আর সাহিত্য চর্চা করে যেতে চান প্রেরণার উৎস আবুল কালাম আজাদ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি