ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ইজিবাইক চালক জামাল হত্যার প্রধান আসামি আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২২

মেহেরপুর শহরের ময়ামারি সড়কে ইজিবাইক চালক জামাল হোসেন হত্যার ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করা হয়। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটককৃত প্রধান আসামি শহিদুল ইসলাম ময়ামারি গ্রামের আব্দুল লতিবের ছেলে। 

গত বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলার ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে জামাল হোসেনের মরদেহ একটি লিচুবাগান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের অটো উদ্ধারসহ ঘাতককে আটকে পুলিশের একাধিক টিম মাঠে নামে। 

মেহেরপুর ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে ঘাতক শহিদুল ইসলামের বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় সে ইজিবাইক চালক জামালকে হত্যা ও তার অটো ছিনতাইয়ের কথা স্বীকার করে। তার স্বীকারুক্তি অনুযায়ী অটো উদ্ধার করা হয়। 

পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার জামালের লাশ উদ্ধার করলেও জামালের ইজিবাইকটি পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশ ধারণা করছিল চালককে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। এরই সূত্র ধরে ঘাতক শহিদুলকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করে ডিবি পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি