ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাপলা তোলার সময় বজ্রপাতে ৩ ভাই-বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১০ সেপ্টেম্বর ২০২২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। 

মৃতরা হলো- রবিউল হাসান সুলভ(১৬), সানজিদা আক্তার (৯) ও লামিম হোসেন (১২)। মৃত শিশুদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম ধামারন গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বিলের মধ্যে শাপলা তুলতে যায় ৪ কিশোর। এসময় বজ্রপাতে ৪ জনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। 

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা রাজিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি